বাংলার বন্ধু শেখ মুজিবর
টুঙ্গি পাড়ায় যার জন্ম,
যেমন নাম ইতিহাসে পাতায়
তেমনি তাঁর কীর্তি কর্ম।
স্বপ্ন ছিলো সোনার বাংলা
দেশ গড়ার কারিগর,
শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালী তিনি
নাম তাঁর শেখ মুজিবর।
জীবনটা তাঁর সংগ্রামে গড়া
জেলে থেকেও করেন কর্ম,
ঐতিহাসিক ভাষণে তাই
ছুঁয়েছিলেন বাঙালীর মর্ম।
ছিলেন না তিনি বিদ্রোহী
কথায় ভাষণে বজ্র কঠিন,
ঘাতকেরা তাঁকে হত্যা করলে
বিশ্ব হারালো মহান সন্তান ॥
Tags:
বাংলা কবিতা
