সাগর জলে মিশে ছিলে,
গেলে মেঘের বাড়ি।
আকাশ থেকে সূয্যি ডাকে,
দিলে আকাশ পাড়ি।।
বিন্দু বিন্দু মিলে মিশে,
যেই হয়েছ বড়।
পৃথিবী তো ডাক পাঠালো,
হলে হঠাৎ জড়সড়।।
থাকলে কদিন মেঘের কোলে,
আকাশ গাঙের পারে।
সময় হতে ধরার বুকে,
নামলে অঝোর ধারে।।
আসা যাওয়ার পালা তোমার,
চিরদিনের কাজ।
বাদল দিনে ধরায় আসো,
সেজে রানীর সাজ।।
সাগর আবার ডাক দিয়েছে,
ছুটলে সাগর পানে।
মেঘের বাড়ি ছুটবে আবার,
নীল আকাশের টানে।।
ও বৃষ্টি! তোমার যাওয়া-আসার,
নেইকো কোন ছুটি।
সাগর থেকে মেঘের কোলে,
করছো লুটোপুটি।।
