আমি আমার আমিটা'কে নিয়ে পড়েছি মহাফাঁপরে
সকলে এগিয়ে গেছে সময়ের সাথে অনেক, অনেকখানি পথ
আমি রয়ে গেছি সময়ের হিসেবে বেশ খানিকটা পিছে!
চেষ্টা করি আপ্রাণ তবু সমকক্ষ হতে নারি।
ফলে, মেরে ফেলে আমি আমার আমি'টাকে
হতে চাই সম্পূর্ণ নতুন সমসায়িক একজন,
পুরোনো পালক ঝেড়ে নিজেকে সাজাতে চাই নতুন পালকে,
এমনভাবে যে, 'নতুন আমি' ঠেকবে অচেনা পুরনো আমির কাছে!
হতে চাই এমন এক মানুষ আমি--
থাকবে না অন্তরে পূর্বের আমি'র কোনরূপ ছায়া মায়া আবেগ,
থাকবে না কোনরকম মিল আদতে।
হতে চাই আমি কঠোর
হতে চাই বাস্তববাদী সর্বোপরি--
যে কাউকে করবে না বিশ্বাস আর বিনা পরখে!
হতে চাই লৌহ-কঠিন--
যাতে ভাঙতে না পারে কেউ আঘাতের পর আঘাতেও!
হতে চাই হৃদয়হীন--
থাকবে না হৃদয়,
খেলবে না কেউ হৃদয় নিয়ে প্রেমের ছলে হৃদয় ভাঙার খেলা।
আমি বদলে যেতে চাই--
হ্যাঁ, হ্যাঁ আমি বদলে যেতে চাই আমূল।
নয় কান্না, নয় মন ভার, নয় ঈর্ষা দ্বেষ ক্ষোভ বা রাগ
নেই কোন অভিমান!
কেনই বা করবো অভিমান?
যে ছিল না সে নেই;
লাভ ক্ষতি ক্ষতর হিসেবে আমিও আর নেই।
সময় আগত এখন আবার
নিজেকে নিংড়ে নিজেকে নতুন ভাবে প্রমাণ করার।
