মিডিয়া ও সাংবাদিকতার ভূমিকা আধুনিক সমাজে বহুলপ্রসারি। তবে তা অতীতেও ছিল। রাজানুগ্রাহীরা সংবাদ সংগ্রহ করতেন। অনেক ক্ষেত্রেই তিল কে তাল করা হতো।ভুল প্রচারে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেত।তারপর সংবাদপত্র এলো। গণমাধ্যম হিসাবে রেডিও, টিভি এলো। জনমত গঠনের সহায়ক হল। প্রাপ্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অধিকার বোধ জাগ্রত হলো। এখন তো সকলের মুঠো ফোন আছেই। সঙ্গে আছে আন্তর্জালের যথেচ্ছ ব্যবহার। চোখের নিমেষে সব জায়গার সমস্ত খবর নখদর্পণে। ভাল _মন্দ সব কিছুই ব্যাপক ভাবে চোখের সামনে দেখছি। কোন্ টা সত্যি আর কোন্ টা মিথ্যে বোঝার উপায় নেই।কোনো ঘটনা দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও শুরু হচ্ছে। আগে সংবাদপত্রের ক্ষেত্রে সম্পাদকের যে ভূমিকা থাকতো, এখানে তার বালাই নেই।অনেক সময় ফল হচ্ছে মারাত্মক। উত্তেজনা তৈরী করে জনতাকে খেপিয়ে নানা বিদ্ধংসী বাতাবরণ সৃষ্টি করা তো এখন বা হাতের খেল। বুদ্ধিজীবীরা পিছনে নিশ্চুপ। অথবা টেলিভিশনের পর্দায় তাদের সমালোচনায় অংশ নিতে দেখা যায়।
কিন্তু সমাজে মিডিয়ার দায়িত্ব তো থেকেই যায়।গণতন্ত্রের চারটি স্তম্ভের মধ্যে মিডিয়া অন্যতম তাই এর নিরপেক্ষতা বজায় রাখা খুবই জরুরী।অনেক সময় মিডিয়া হাউস গুলির নির্দেশ মতো কাজ করতে হয় সাংবাদিকদের। সত্য ঘটনা উন্মোচন করা উদ্দেশ্য হলেও অনেক কিছু অপ্রকাশিত থেকে যায় বা রাখা হয়। আসল সমস্যা গুলোর দিকে দৃষ্টিপাত না করে অন্য মুখরোচক সংবাদ পরিবেশন করা হয়, জনমানসের দৃষ্টি ঘোরানোর জন্য।তখন প্রশ্ন উঠে নিরপেক্ষতা নিয়ে।
তাছাড়া মিডিয়া এখন সেলিব্রিটিদের অন্দরমহলে ঢুকে পড়েছে। তারা কোথায় যাচ্ছে,কি করছে ইত্যাদি হাবিজাবি খবরে ঠাসা তথ্য সবাই গিলছে। যেন মোক্ষ লাভ হবে।তবে যাই হোক না কেন মিডিয়া সামাজিক মাধ্যম হিসাবে অতুলনীয়।সে যে কোনো ক্ষেত্রেই।নতুন প্রতিভা তুলে আনা হোক, বিপদে পড়া মানুষ কে সাহায্য করাই হোক।এর মাধ্যমে এখন ব্যাবসা করছে বহু লোকে
রিয়েলিটি শো গুলোর ক্ষেত্রে নিন্দুকেরা বলে পিছনে অন্য খেলা চলে।সব ই নাকি আগে থেকে ঠিক করা থাকে।তবু মানুষের বিনোদন তো হয়, অস্বীকার করার উপায় নেই।তবে ও টি টি প্লাটফর্মে যা দেখানো হয় , তা বেশিরভাগ হিংসা, উত্তেজক, অশ্লীল। বাস্তব দেখে অনুকরন করে অনেক অপরাধীরা।পরিচালকরা এই অভিযোগ মানেনা।তারা সমাজ থেকেই তো উপাদান নেয়।
ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো ছাড়া আজকের প্রজন্ম অচল।শুধু বিনোদন বা নিজেকে তুলে ধরাই নয়, এর মাধ্যমে কর্ম সংস্থান ও হয়। সবমিলিয়ে সবধরনের মিডিয়া নিয়ে আমরা চলতে অভ্যস্ত হয়ে গেছি।ভালো যেমন আছে,খারাপ ও থাকবেই । সিদ্ধান্ত টা নেবে জনতা...জনার্দন!! (সমাপ্ত)
