পরিত্যাগে : মিজানুর রহমান মিজান


 

বলতে শরম লাগে

তবু ছাড়ে না 

মরে না মরার আগে।।

অন্যের ভাল সহ্য হয় না

গিবত ছাড়া কথা কয় না

দু’জনার চলা দেখতে পারে না

কুপরামর্শ দিয়ে আনতে চায় বাগে।।

সামনে করবে প্রশংসা

পিছনে দেয় বাঁশ লাগায় দিশা

দু’জনকে বানায় বেদিশা

এ ধান্ধা ছড়ায় দ্রুতবেগে।।

দুষ্ট লোকের মিষ্ট কথা

জ্ঞানীর বাণী নয় বৃথা

বাহির ভাল ভিতর তিতা

মানবরুপী শয়তান এটা বাঁচ পরিত্যাগে।।

গর্ব করে বলে ধান্ধাবাজ

ঘুম হয় না বিফলে কাজ

দ্বন্ধ লাগিয়ে নষ্ট সমাজ

আনন্দ পায় সবার আগে।।

সর্বদা মত্ত দ্বন্ধ লাগাতে

উদ্দেশ্য বিচারে দাওয়াত পাইতে

মুল চায় পকেট গরম করতে

বাক্ বাকুম করে কবুতর কুসুমবাগে।।

Post a Comment

Previous Post Next Post