স্তব্ধতারও মানে আছে : সমর আচার্য্য


 


নিত্যদিনের সাংসারিক হৈ চৈ কোলাহলের মাঝে

হাঁপিয়ে ওঠে মনটা কেমন যেন বিষণ্নতার সাজে

ইচ্ছে করে চলে যাই কোন এক নির্জনতার দেশে

যেখানে স্তব্ধতা বাস করে নিজেকে ভালোবেসে ।


যেখানে মানুষে মানুষে শুধু করে হানাহানি

নিজ নিজ স্বার্থ ছাড়া আর কিছু না মানি

সেই পৃথিবী থেকে কোথাও চলে গিয়ে দূরে

নীরব নিস্তব্ধতার মাঝেই থাকতে ইচ্ছে করে।


স্তব্ধতা নিয়ে আসে আগাম কালবৈশাখীর বার্তা

প্রকাশ করে প্রতিবাদে গর্জে ওঠার পূর্বের নীরবতা

মৌনতা যেমন ধরে নেওয়া হয় সম্মতির লক্ষণ

কখনো কখনো তা হয়ে ওঠে যেন বারিধির গর্জন।


স্তব্ধ হয়ে আছে পরিবেশ মানে আসবে ঝড়

ভেঙে চুরে নিয়ে যাবে যত মিথ্যে জীর্ণ দীর্ণ ঘর

সব কিছু থেমে স্তব্ধতার আড়ালে যাওয়ার প্রাক্কালে

পৃথিবীর জন্য ভালো কিছু ভাবনা করুক সকলে ।


স্তব্ধতার মানে হয় যেন প্রেরণা শুধু নব নব সৃস্টির কারণে

ক্ষমতার দম্ভে মত্ত হয়ে অগ্রাহ্য না ক'রে অকারণে ।

Post a Comment

Previous Post Next Post