শূন্যতা : পার্থ প্রতিম গুহ নিয়োগী


 

বড় হতাশায় বেঁচে আছে নেটওয়ার্ক,

গরম কফির পেয়ালায় চুমুক দিতেই

স্মৃতির দরজা খুলে ঢুকে পড়ল

হুড়মুড় করে একঝাঁক সাদা পায়রা।

দুপুরের মিষ্টি রোদ, শীতের উষ্ণতম আমেজ হয়ে

আগলে রেখেছিল তোমায়

পিঠের উপর উন্মত্ততায় মত্ত ভিজে চুল

তোমার কপালে ছুয়ে থাকা লাল টিঁপ

এ সবই যেন শুধু তোমাকেই মানায়

তুমি নরম হাতে ছড়িয়েদিলে একমুঠো গম

তোমার আদরের মনভোলা ডাক

শুধু কি সাদা পায়রা গুলোকে কাছে টেনেছিল?

তারপর সিঁড়ি দিয়ে যখন তুমি নেমে গেলে

সে অসীম শূন্যতার এক আশ্চর্য অনুভব

পৃথিবীতে যে সত্য চিনেছে সে তোমারই মত মায়াবী

তুমি থাক অসীম আর শূন্যতাটুকু দাও আমায়...

Post a Comment

Previous Post Next Post