রঙিন অক্ষরে লিখেছি
' ভালোবাসা'
পারিনি গড়িতে খাসা মোর
' বাসা'
মৃত্যুকে খুঁজি নি কখনো আমি
খুঁজেছি জন্মকে বারেবারে,
শুধু মানুষের দরকারে।।
ভালোবাসা দিয়ে চলেছি আমি,
মানুষের মনে গেঁথে যাবো,
আমার ভালোবাসার নাম,
যখন আমি থাকবো না,
এই সুন্দর ধরা তলে,
আমার কথা সবার মনে
বারেবারে যাবে বলে।।
Tags:
বাংলা কবিতা
