কালজয়ী : সনৎ প্রামাণিক


 

এখনও রাত শেষ হয়নি 

তারা গুলো সম্পর্কের হাতে হাত রেখে 

সন্ধ্যা তারার দিকে চেয়ে আছে,

কালক্রমে বয়স আসে বয়স যায় 

মাছের মুখে লালিত হয় ভাবিকাল

শুধু একটু জলের অপেক্ষা।

এখনও রাত শেষ হয়নি।


ঈশানে খশে যাওয়া ঐ সপ্তঋষির সাথী

উদ্বেলিত নব উৎসের সৃষ্টিতে উন্মুখ থাকে রোজের মত।

অনিশ্চিৎ জীবনের ভরপুর আকাঙ্খা নিয়ে

নিয়মের বিপরীতে শুধু বিপত্তি রেখে যায়। গভীর ঘন অন্ধকার না করে মৃত্যুর পরোয়া,  

যামিনী যমের টানে খসে যায় পশ্চিমের শুকতারা।


লালিত হওয়া মুখের বাচ্চা হারায় 

এহকাল-পরকাল,দিন আসে দিন যায়; 

শিশির কনা ঘাসের ডগায় মরাগাছের বাসায়।

এখনও রাত শেষ হয়নি।


আপেক্ষিক সময়ের সন্ধিক্ষণে 

জীবনানন্দের শঙ্খচিল বাসা বাঁধে মনের গাছে।

উড়ে যায় শালিকের দল শাশ্বত উদয়ের কালে।


@sp

Post a Comment

Previous Post Next Post