এক পলকের একটু দেখা অপেক্ষার অবসান
রঙিন করে তোলে পৃথিবীর সকল কোণ।
রাত জাগতে না পারা মানুষটির গর্বে
রাত জাগা পাখিতে অবতরণ।
মুড়ে ফেলে নিজেকে অলীক কল্পনার চাদরে
সকলের মাঝে থেকেও রয় একেলা।
সকাল থেকে সন্ধে, সন্ধে হতে রাত মন আনচান
একটুকরো মন খোলা আলাপে আনন্দের মেলা।
পকেট খরচে পড়ে টান, ধূসরও ঠেকে রঙিন
বিশাল পৃথিবীর পরিসমাপ্তি এক জনেতে এসে।
চার হাত মিলবে কিভাবে কবে কখন
জীবনকে সার্থক মনে হয় পরিণয়ের দেশে।
শেষে কিনা নানা ঝঞ্ঝা চড়াই উৎরাই টানাপোড়েন
অসহ্য সেই মানুষটা, যার দর্শন ঠোঁটে আনত হাসি!
ভালোবাসা পথ পালটে, বুঝি না কেমনে
ঘৃণা করে উদগীরণ রাশি রাশি!
প্রতিশ্রুতি আত্মবিশ্বাস লড়ার মনোভাব
হারিয়ে যায়, পারিপার্শ্বিক চাপেই কি সব ফ্যাঁকাশে!
নাকি আত্ম-সন্তুষ্টি বয়সভারে মূহ্যমান
বন্ধন কেটে উড়তে চায় মন খোলা আকাশে!
Tags:
বাংলা কবিতা
