চোখের পাতায় স্বপ্নগুলো
দিচ্ছে যখন ফাঁকি,
প্রাণের বাগে গান শোনালো
আমার গানের পাখি ।
সবার মাঝে সকাল সাঁঝে
কতো স্বপ্ন আঁকা,
স্বপ্নগুলো মনের মাঝে
কল্পনাতে ঢাকা ।
কেউ বা পুলিশ কেউ বা শিক্ষক
কেউ হতে চায় কবি,
কেউ হতে সমাজসেবক
কেউ বা আঁকে ছবি ।
জীবন মানে স্বপ্ন দেখা
স্বপ্নের জাল বোনা,
ইচ্ছে গুলো চোখের পাতায়
স্বপ্ন প্রহর গোনা ।
বিনা শ্রমে স্বপ্ন সফল
হয় না কভু জানি,
স্বপ্ন জীবন সফল করতে
টানতে হবে ঘানি ।
Tags:
বাংলা কবিতা
