তুমি বীর বিপ্লবী সন্তান শহীদ ক্ষুদিরাম
তোমার চরণে জানাই শত কোটি প্রণাম।
তুমি অপরাজেয়, তুমি বিপ্লবের অগ্রদূত,
অত্যাচারীর শাসন আর শোষণে দগ্ধ হতে হতে,
তুলে নিয়েছ নিজের দেশের গুরুভার হাতে।
অত্যাচারী কিংসফোর্ড কে মারতে গিয়ে,
হয়েছ সেই অপরাধে অপরাধী হয়ে।
ফাঁসির মঞ্চে গেয়েছ জয়গান
হাসিমুখে দিয়েছ আত্ম বলিদান।
দেশের স্বার্থে অকালে ঝরিয়েছে তরুণ তাজা প্রাণ
রেখেছ দেশমাতৃকার মান।
নিজের মৃত্যুতে লিখেছ এক নতুন ইতিহাস,
করেছ ক্ষমতার লোভীদের পর্দা ফাঁস।
সূচনা করেছ দেশ স্বাধীনের মস্ত এক কান্ডার,
দিয়েছ উপহার স্বাধীনতার ভান্ডার।
চিরতরে মৃত্যুকে করেছ অকপটে বরণ,
আজও প্রতিটি বাঙালি হৃদয়ে হয়ে আছো স্মরণ।
Tags:
বাংলা কবিতা
