স্বাধীনতার প্রাক্কালে : বিউটি বাগচী সরখেল


 


আজ বাদে কাল যে মোদের স্বাধীনতার দিন,

সবাই মিলে মিশে পালন করবো আনন্দে বিলিন।

পঁচাত্তর তম বর্ষ হবে পনেরই আগষ্ট পূরন 

পাড়ায় পাড়ায় ছোট বড় করবে পতাকা উত্তোলন।


সঙ্গীত বক্তৃতা,প্রভাত ফেরী দেশের নাগরিক জন

ভালোবাসা দিয়ে ধ্বনী করবো জয় হিন্দ উচ্চারন।

রইবে না কোনো দ্বিধা দ্বন্দ কভু ভেদাভেদ,

হিন্দু, মুসলিম বৌদ্ধ মিলে সবে হয়ে অভেদ।


কেহ কারো শত্রু নয় করবো একথা চয়ন

ভাই,ভাই, সবাই মোরা হবো আপন জন।


হিংসা,দ্বেষ তুচ্ছ করি বলি দেশকে ভালবাসি,

অনেক অনেক শুভেচ্ছা জানাই ভাই বোন ভারতবাসী।

দুহাত তুলে পুলকিত মনে বলবো জয় ভারতের

ভয় পাবোনা কোনো কিছুতেই এযে আত্মতুষ্টি মোদের।

Post a Comment

Previous Post Next Post