যদি কথা শোনো : রঞ্জন ঘোষ


 


আমরা আজ কেউ কারো কথা শুনতে চাই না

কেউ কাউকে অন্তর থেকে হয়তো চাই না বুঝতে,

আমরা নিজের কথাকে সর্বদা ভাবি শেষ কথা,

অন্যদেরও কিছু থাকতে পারে বলার জন্য ভাবতে।


হয়তো তাই আমাদের মধ্যেও সৃষ্টি হয় এতো সমস্যা

তাই হয়তো সমস্যার সমাধানে পথ চাই না কেউ খুঁজতে,

নিজেদের মধ্যে সৃষ্টি হওয়া দ্বন্দ্বে দেখা দেয় নানা অশান্তি,

সমঝোতা না থাকার ফলে এই ঝুট ঝামেলা হয় ভুগতে।


কাউকে সম্মান দেখালে অন্য কেউ হয়না কখনো ছোটো,

এই সহজ সত্য কথা সকলকে তাই মন থেকে হবে বুঝতে,

সকল সমস্যা তখন ধুয়ে মুছে সুন্দর ভাবে সাফ হয়ে যাবে,

যদি তার প্রকৃত সমাধান আমরা করতে চাই সময় থাকতে।


কাউকে কিছু বললে বা বলার কোনো রকম চেষ্টা করলে

সে চোখ রাঙিয়ে বলবে, তোমার জ্ঞানের নেই কোন দরকার,

ভুলে যায় সকলের কাছ থেকেই নেওয়া যেতে পারে জ্ঞান,

জ্ঞান অর্জন করা হলো তাই জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার।


ভালোবেসে কাছে এসে যদি আমরা সবাই সবার কথা শুনি,

ক্ষতি কি আছে বলো তাতে? চলো একসাথে পথ সবে চলি।

থাকবে না তবে কোন সমস্যা আমাদের কারো জীবনে,

চলো আমরা সবাই একসাথে সৌভাগ্যের কথা শুধু বলি।

Post a Comment

Previous Post Next Post