জাগো বিদ্রোহী : শান্তি পদ মাহান্তী


 


হে বিদ্রোহী নীরব কেন

শান্ত কেন আজ?

নিপীড়নের হয়নি তো শেষ

চলছে শোষক রাজ।


চলছে শোষণ চলছে পেষণ

বহাল পুঁজির দল,

শোষক শুধু পাল্টেছে বেশ

পাল্টেছে তার ছল।


ভন্ডামি তো কমে নিকো

ভন্ডদেরই রাজ,

ধর্ম কাঁদে তাদের ফাঁদে

মুখ লুকিয়ে আজ।


সাধুর বেশে ভন্ড বসে

গায় হননের গান,

আল্লা ভুলে মোল্লা কতো

হিংসাতে দেয় শান।


মানবতা আজো কাঁদে

চোখে ঝরে জল,

ধর্ম ভেদে হিংসা ছড়ায়

যতো গোঁড়ার দল।


দুলছে তরী ফুলছে রে জল

ধরবে কে আজ হাল?

ধর্ম নেশায় বুঁদ যে মাঝি

খাচ্ছে নিজেই টাল।


বুদ্ধিজীবী পরজীবী

প্রতিবাদ আজ নয়,

উচ্ছিষ্টে সব ঢেকুর তুলে

নীরব হয়ে রয়।


মুখর কবি মৌন কেন

নীরব হয়ে রও,

হে বিদ্রোহী জাগো এবার

আবার কথা কও।

Post a Comment

Previous Post Next Post