মোদের দেশের আমজনতা
সইতে সবই পারে,
বিদ্যা- বুদ্ধি লোপ পেয়ে তাই
টানছে বোঝা ঘাড়ে ।
নেতা মন্ত্রী গদির পরে
বসছে আরাম করে ,
এই না দেশের আমজনতা
ক্ষুধার জ্বালায় মরে ।
মন্ত্রীরা সব হুকুম করে
পা দুলিয়ে বসে,
লোকের মাঝে বিবাদ ঘটায়
দাঙ্গা করে কষে ।
ভোটের বেলায় মিষ্টি স্বরে
ডাকে ভিক্ষুক বেশে,
প্রতিশ্রুতি হারিয়ে ফেলে
ভোট বেরোলে শেষে ।
আমজনতা বলির পাঁঠা
টানছে সকল ঘানি,
দ্রব্যমূল্যের বারুক না দাম
উন্নয়ন তাও মানি ।
Tags:
বাংলা কবিতা
