মেঘ বালিকা : প্রদীপ কুমার


 


তোমার বাড়ি বলি ওই গগনে 

যেতে হবে কতদূর,

হাত দুখানি ধরেছি তোমার 

দুলিতে লাগে সুমধুর।


নয়নে বচনে নিবিড় কাননে 

ফুটেছে কত বনফুল, 

অন্বেষণে আজি সারা ভুবনময় 

খুঁজিয়া হলাম ব্যাকুল।


ছন্দে আনন্দে চলিতে চলিতে 

পড়েনা চোখের পাতা,

কদম্বো মূলে ক্লান্তির অবসানে  

লিখিলাম প্রেমের খাতা। 


মেঘ বালিকা পবনও মাখিয়া 

নিজেরে রেখেছো আড়ি, 

আষাঢ়ে বাদল রিমঝিম শব্দে 

মনটা নিয়েছো কাড়ি। 


খুশিতে বদন লজ্জায় ঢাকিয়া 

মেঘের আড়ালে হাসো, 

বুঝেছি কহিতে হবে না তোমায় 

কতখানি ভালোবাসো।

Post a Comment

Previous Post Next Post