মিষ্টু গেছে মামার বাড়ী ভাইকে সাথে করে।
মামী এসে বলেন বাড়ী যাবি কদিন পরে।
যা যা খেতে ভালোবাসিস রাঁধবো আমি সব।
মূর্গ মুসল্লম, বিরিয়ানি চিকেনচাপ, কাবাব।
মিষ্টু বলে,রান্না করো সব খাবো মামী।
মাটন কষা,চিংড়ী মালাই আর কাবাব রেশমী।
কোমর বেঁধে রাঁধেন মামী পেল্লায় সব বাসন।
গলদার সাইজ দেখে মিষ্টু আনন্দে আটখান।
পেটে ছুঁচো দিচ্ছে ডন খাবারের ঘ্রাণ পেয়ে।
রান্নাটা জলদি সারো মামী আমি আসি নেয়ে।
বাটি বাটি ভরা খাবার, মামী নিয়ে আসে।
মিষ্টির হাঁড়ি আর পায়েস নিয়ে মিষ্টু খেতে বসে।
ইলিশ মাছের ভাপা আর ভেটকি পাতুড়ী।
বাটির মধ্যে কাতলার মাথা দিচ্ছে গড়াগড়ি।
এতো খাবার দেখে মিষ্টুর চক্ষু ছানাবড়া।
আগে,পরে কোনটা খাবে ভেবেই হয় সারা।
সব খাবার একসাথে থালায় নেয় ঢেলে।
খাবার সময় মা বলে ওঠো যাবে স্কুলে।
মায়ের কড়া ডাকে মিষ্টু চোখ খুলে হতবাক।
কোথায় খাবার, কোথায় মামী স্বপ্ন ছিলো সব।
Tags:
বাংলা কবিতা
