সামাজিক অভিশাপ : বুবুল শর্মা


 

রূপান্তরের পাতলা শাড়ির পলকে 

বেলি ফুলের গন্ধ। 

আলগা খোপার আলিঙ্গনে

জন্ম হয়েছে রক্তমাংসের মানুষের

হে ঈশ্বর ক্ষমা করো, 

তিনশো কোটি বছরকে। 


কালো রোদের হালকা গ্রাস পড়ল

পাশের মানুষটির ঘাড়ে। 

মাকে কিছু বলো না,

জীব গুলো বেঁচে যায়।


লুকিয়ে থাকা তীক্ষ্ণ আচরের আক্রমনে

কতকাল বেঁচে থাকবে। 

সরাসরি স্পষ্ট  উচ্চারণ 

জন্মদিয়েই কী খালাস!


ওহে- নিরুপায় পিতা 

আসল রূপে দেখা দাও -

সামাজিক অভিশাপ থেকে মুক্তি দাও।

ঈশ্বর তুমি নির্বিকার কেন? 

পাতলা শাড়ির আঁচলে তুমি এসেছিলে

কেঁদেছিল তোমার  অভিসন্ধি হীন প্রাণ।

Post a Comment

Previous Post Next Post