তোমার অপেক্ষায় আমি আজও বসে আছি.....
দেখবো তোমায় দুচোখ ভরে থাকবে কাছাকাছি।
চেয়ে আছি আঁখি মেলে খুজি তোমায় পথের ধারে...
আবেগি মন শব্দ শুনে তোমার এপার থেকে ওপারে।
কত কথা রেখেছি ধার বলবো তোমায় কানে কানে...
শত দুঃখ হবে জল বর্ষার প্রেমের আবাহনে।
তুমি আমি পথ এগোবো বৃষ্টিভেজা ওই দুটি পায়ে...
দুটি হাত রাখবে পাশে দিব চুমুক দুজনে এক কাপ চায়ে।
তোমার আশায় বাঁধ বেঁধেছি রেখেছি স্বপ্ন কত সুরে...
সহস্র বাধা কাটিয়ে তুমি নিয়ে যাবে আমায় বহুদূরে।
রিমঝিম বৃষ্টিতে মনটি আমার প্রেমে হয়েছে আকুল ....
তোমার প্রেমে বর্ষা ধারায় সময় আজ অসীম অনুকূল।
Tags:
বাংলা কবিতা
