দিনগুলো কেমন বড্ড তাড়াতাড়ি চলে যায়
অপেক্ষা করে না সে এতটুকু কারোর জন্য,
সময়ে আসে সময়ের সাথে সাথে চলে যায়,
মনে করে সময় এসে করেছে তোমায় ধন্য।
এক একটা দিন চলে যায় আর মনে জাগে সংশয়
জীবনের পৃষ্ঠা থেকে সেই সময়টা সে কেড়ে নেয়,
থেমে থাকে না চলে যায় সে নদীর স্রোতের মতো,
বিনিময়ে হয়তো আমাদের অনেক কিছুই সে দেয়।
প্রতিটি মুহূর্ত তাই চলতে হয় সকলকে অতি সাবধানে
নষ্ট করার মতো নেই যে কোন সময় কারো জীবনে,
থেমে গেলে তো থেমেই যাবে তুমি চিরকালের মতো,
ফিরে পাবেনা সেই মুহূর্ত চলে যাবে না জানি কোনখানে!
সময় থাকতে থাকতে করে যেতে হবে জীবনের সব কাজ
তবেই পাবে জীবনে সফলতা রেখে যাবে স্মৃতি সমাজে,
হারিয়ে যেতে হবে না তোমায় আর ঐ কালের অন্তরালে,
বেঁচে থাকবে চিরকাল তোমার কাজ সকলের হৃদয় মাঝে।
সময়ের সাথে নিজসর্বদা তাই চলতে হবে তাল মিলিয়ে
তাল মিল ঠিক না থাকলে জীবনে নেমে আসে অন্ধকার,
হাজার চেষ্টাতেও কিছুতেই বাঁচানো যায়না তাই নিজেকে,
চতুর্দিকে তখন শোনা যায়, শুধু ভয়াবহ হাহাকার।
