আমি ছলনাতে ভুলিনা প্রিয়া
জানি তুমি ছলনাময়ি ,
তবুও তোমার ছলনায়
আমি একটুকুও আঘাত পাইনি।
সৃষ্টি আমার নাম তোমার
সাক্ষী খালি আমার খাতা আর আমি;
না! সৃষ্টিকর্তা রূপে সবার কাছে
পরিচিতি আমার হয়নি।
তাতে কি বা আসে যায়
নাই বা পেলাম যোগ্য মান!
লেখা পাক নাম,ভালোবাসা,সম্মান
পাক না প্রান।
এইভাবেই না হয় সবার কাছে
পৌঁছে যাক সৃষ্টি,
ধন্য আমি ধন্য লেখা
ধন্য ইশ্বরের দেওয়া এই চিন্তনের দৃষ্টি।
ছলনার ছলকানি আজ উপছে পড়েছে
ধরব কীভাবে তা আর!
কলসি যখন কানায় কানায়
ধরার জায়গা যে আর নাই।
আমি ছলনাতে ভুলিনা প্রিয়া
জানি তুমি ছলনাময়ি,
তবুও তোমার ছলনায়
না বন্ধু না...আমি একটুকুও আঘাত পাইনি। ।
Tags:
বাংলা কবিতা
