মাগো খোকা তোমার বড্ড
অবুঝ বল তুমি তারে,
পথটি চেয়ে আছো বসে
আসবে খোকা খাবে তারপরে।
বেলা গড়িয়ে সন্ধ্যে নামলো
সূর্যি গেলো ওই ডুবে,
তোমার অবুঝ খোকা ডাক
দিচ্ছে কখন আর খাবে?
খোকা তোমার পাড়ি দিয়েছে
আজ ভিন দেশের তারা,
অবুঝ খোকা আমি মায়ের
চোখের জল মুছাও গো তোমরা।
ও মা চিন্তা কেন করো
তোমার ভালোবাসায় আছি বেশ,
বেলা ঢেরখানি হলো ফিরবো
কোলেই ভালোবাসা হবেনা শেষ।
Tags:
বাংলা কবিতা
