একলা জীবন : সুশান্ত মন্ডল


 

একলা আছি ভালোই আছি

চলব একলা পথে,

একলাই জীবন কাটিয়ে দেবো

থাকব না কারো সাথে।


ভাববো না আর কারো জন্য 

ঝরবে না চোখের জল, 

নতুন করে পড়বো না ভেঙে 

কান্নায় কোলাহল।


থাকবোনা কারো অপেক্ষায়

রাস্তার কোনো মোড়ে,

আমি একলাই গান গেয়ে যাব

অচেনা কোনো সুরে।


মনে থাকবে না আর কোনো

রাগ অভিমানের পালা,

একলা জোয়ারে গা ভাসিয়ে 

মেটাব মনের জ্বালা।


বসন্ত আর আসবেনা জীবনে

কোনো ককিল ডাকবেনা,

সময়ের সাথে পাড়ি দিতে দিতে

প্রাণ পাখিটাও থাকবে না।।

Post a Comment

Previous Post Next Post