যদি ফিরে ফিরে দেখি সমুদ্রের ধারে....অবচেতনের মেঘবালিকা হয়ে হেঁটে যেতে।
ঝিরঝিরে বৃষ্টি ফোটায় একনাগাড়ে তুমি তুমি করে
ওঠা মনটা একটু বাতাস খোঁজে
নীলক্যানভাসে মেঘের দোসর
কাশফুলের দোলায় এলোমেলো স্মৃতিরা ডানা মেলে।
তোমার বহুদিনের নীলখামটা ধুসর হয়ে গেছে।
একখানি চিঠি না চোরা স্মৃতি...
কেজানে কি...অথবা ভিজে ঠোঁটের নমনীয়তা...
স্মৃতিরা আজ ভিজছে....
চৌকাঠের প্রান্তে দাঁড়িয়ে শ্যামলিমা
গভীর চোখে তাকিয়ে আছে...
তোমার গন্ধে...স্পর্শহীনতায় একখানি
দিনলিপির পাতায় ছেঁড়া শব্দ জোড় দেওয়ার
আপ্রাণ চেষ্টা।
কী অবাস্তব ছিল জুনের সেই ভেজা সন্ধ্যে।
এখন তোর ক্লান্ত চোখে ঘুমের হেঁটে যাওয়া।
আমি শুধু নির্বাক...দিনলিপির পুরোনো শব্দের মতো।
Tags:
বাংলা কবিতা
