চেনায়েছো তুমি অচেনা পৃথিবী জানায়েছো অজানারে
তোমার চরণে শ্রদ্ধা জানাই আমার নমস্কারে।
শেখালে অঙ্ক আঙুল গুনে আমার এ হাত ধরে
চেনালে বর্ণ বর্ণমালার পরম যত্ন করে।
জ্ঞানের জটিল গ্রন্থি তুমি কতবার দিলে খুলে
মানুষ হবার মন্ত্র তুমি শোনালে কর্ণমূলে।
স্বপ্ন দেখার সাহস তুমিই যুগিয়েছো এই বুকে
কত ভাষা তুমি দিয়ে গেলে মোর ভাষাহীন ঐ মুখে।
জীবন পথের পাথেয় আমার তোমার আশীষ বাণী
হে আচার্য শিক্ষাগুরু তাইতো তোমায় মানি।
তোমারই প্রেরণা অন্তরে মোর জাগায়েছে কত আশা
পেয়েছি তোমার স্নেহের পরশ পেয়েছি যে ভালোবাসা ।
ওড়ালে জ্ঞানের বিজয় কেতন এই ধরনীর ’পরে
তোমার চরণে শ্রদ্ধা জানাই আমার নমস্কারে।
আজকে তোমায় শ্রদ্ধা জানাই আমার নমস্কারে।
Tags:
বাংলা কবিতা
