নিজেকে প্রশ্ন করো : স্নেহাশিস পালিত


 


কষ্টকরে যদি একটা কবিতাও লেখো -

পড়তে দাও পাঠক বন্ধুদের, 

ঢুকতে দাও অনুভূতির অতল গভীরে। 


দর্শন উচ্চ হোক ক্ষতি নেই,

উপস্থাপনে থাক না একটু সরলতা... 

কী লাভ সম্পর্কহীন শব্দের সমাবেশে?


কী লাভ সেই কথা বলে -

যা বলতে গিয়ে এতো আয়োজন, 

অথচ ছুঁয়ে যায়নি পাঠকের মন!


তাই, নিজেকে প্রশ্ন করো -

কী লিখছি, কেনো লিখছি, কার জন্যে... 

নিজের জন্যে হলে কিছু বলার নেই। 


যদি সকলের জন্যে কিছু লিখতে চাও,

আগে ভূমিতে আসন পেতে বসো...

কান পাতো মাটির কাছাকাছি। 

Post a Comment

Previous Post Next Post