শূন্য হৃদয় পূর্ণ করো,
চাই তোমার ভালোবাসা,
তাই তো আজ এতদূর থেকে,
তোমার কাছে চলে আসা।।
তুমি তোমার ছোট ঘরে,
আমায় আদর করে রেখো,
টকটকে লাল সিঁদুর দিয়ে,
আমায় বৌ করে নিও।।
তোমার তরে সব ছেড়ে,
এসেছি তোমার ঘরে,
পিছনে আর তাকাবো না কভু ফিরে।।
যা হবে এখন থেকে
সব তা ভালোই হবে,
আমায় নিয়ে তুমি সুখেই রবে
তোমার সব আশা পূর্ণ হবে।।
সব সময় মন হয়
তোমাকে জড়িয়ে নিজের কাছে রাখি
তুমি যে আমার জীবন মরণ,
ছু্ঁতে দিও আমায় তোমার চরণ।।
Tags:
বাংলা কবিতা
