মদের নেশা গাঁজার নেশা
নেশা সিগারেট বিড়ি,
নেশায় ঘোরে ছুঁতে চলছে
স্বর্গের রথের সিঁড়ি।
বিশ্বজুড়ে নেশার পাহাড়
হরেক রকম নেশা,
নেশা নিয়েই ব্যস্ত সবে
নেশাই এখন তৃষা।
খাবার নেশা কেনাকাটার নেশা
নেশায় সবাই বুঁদ,
কারো আবার টাকার নেশা
মাস গেলে চাই সুদ।
কারো ছবি আঁকার নেশা
কেউ বা লেখে ছড়া,
কেউ আবার গল্প উপন্যাস লেখে
কেউ খায় ভাঙের বড়া।
কারোর নেশা মাছের নেশা
রাত দুপুরে জাল নিয়ে,
কারো নেশা মূর্তি গড়া
দেখেই হুবহু দিচ্ছে বানিয়ে।
কারো নেশা তাসের নেশা
সাহেব বিবি গোলাম,
কারো নেশা সাপের ছোবল
গুরু তোমায় সালাম।
কারো নেশা সাঁতার কাটা
জলের সাথে যুদ্ধ,
কারো নেশা হেরোইন খাওয়া
না পেলেই হয় ক্ষুব্ধ।
কারো নেশা পাহাড়ে ওঠা
হিমালয়ের শৃঙ্গ ছোঁওয়া
কারো নেশা সৈনিক হয়ে
দেশের হয়ে যুদ্ধে যাওয়া।
নেশা আছে লাখো রকম
নেশায় মত্ত মানুষ,
সব চাইতে এযুগে বড় নেশা
মানুষ মোবাইলে ফানুস।
Tags:
বাংলা কবিতা
