মৃত্যু তো অনিবার্য জানি আমরা সবাই
তবু কেন প্রতি পদে পদে মৃত্যুরে ডড়াই
শূন্য থেকে আশি,মরতে না ভালোবাসি
আড়ালে বসে দেখে তা, মরণ করে হাসাহাসি l
একশো বলে বাঁচবো আমি আশি নব্বই ও তাই
এখনো যে এই দুনিয়ার সুখ নেওয়া শেষ হয় নাই
বন্ধ হলেই চোখ দেখতে পারবো না প্রকৃতির রূপ
যতই জরাজীর্ণ হোক দেহ ,বা হাঁপিয়ে উঠুক বুক l
শিশু কিশোর যুবক তো এ ধরাতে বাঁচতেই চাই
তারাই তো এই ধরা কে সুন্দর করে তুলবে ভাই
বৃদ্ধদের বেঁচে থাকা তো শুধু জাবর কাটবে বলে
পুরাতন স্মৃতি গুলো যে মনটা উত্তাল করে তোলে l
সাধ করে মৃত্যুকে কেউ করে না তো আমন্ত্রণ
মৃত্যু তো নিজেই আসে কালের নিয়মের কারণ
আমার তোমার পূর্ব পুরুষ বাঁচে নি তো কেউ
আমরা ও থাকবো না, মিলিয়ে যাবো যেমন ঢেউ l
মায়াময় এ পৃথিবী ছেড়ে কেহ না যেতে চাই
যতদিন না মৃত্যু এসে জোর করে নিয়ে যায়
আসে যদি আসুক মৃত্যু, কে করবে তারে বারণ
সে যেন সবারই জীবনে, আসে হয়ে শ্যাম সমান l
