শুন্য খাতা : রঞ্জন ঘোষ




প্রতিদিন এক একটা দিন চলে যায়

চলে যায় জীবনের খাতা থেকে,

প্রতিনিয়ত তাই প্রশ্ন জাগে মনে,

সমাজের জন্য কি গেলাম আমি রেখে?


হিসাবের খাতায় লিখতে গিয়ে

তাল কিছু পাইনা আমি খুঁজে,

সবকিছু কেমন হয়ে যায় এলোমেলো,

বুঝতে পারিনা, চলবো কেমন বুজেসুঝে?


আমার জীবনের খাতাটায় কি তবে

হবেনা কি তাতে লেখা কোন কিছু?

খাতাটা কি থেকে যাবে পুরো সাদা?

কিছুতেই এই প্রশ্ন ছাড়ে না আমার পিছু।


দিন আসে দিন যায় বিধাতার নিয়ম মেনে

শূন্য খাতাটা দেখে হাহাকার করে ওঠে মন,

কিছুই কি করলাম না আমি সারা জীবন?

ব্যর্থতা শূন্যতার মাঝে হৃদয়ে করে উচাটন।


আমার অবর্তমানে কারো কি পড়বে মনে

ব্যর্থ হতভাগা এই মানুষটার কোন কথা?

হয়তো সবাই যাবে ভুলে একদিন আমায়,

ভাবলেই সেকথা মনের কোণে জাগে ব্যথা।

Post a Comment

Previous Post Next Post