টাকা থাকলে সুখ যে হবে
সঠিক কথা নয়,
সুখের দেখা পেতে চাইলে
মহৎ হতে হয়।
আমরা মানুষ ছুটে সারা
টাকার সন্ধানে,
টাকায় মিলবে সুখ শান্তি
আত্ম তুষ্টি বন্ধনে।
জ্ঞান-বুদ্ধি যতই থাকুক
যদি না থাকে টাকা,
দু'চোখেতে সর্ষের ফুলের
থাকবে মায়া ঢাকা।
আপন জনে দেবে ধিক্কার বাসবেনা তো ভালো,
সবার চোখে সারাজীবন
লাগবে শুধু কালো।
সোনার মানুষ হতে হলে
টাকায় বড় স্তম্ভ ,
ইচ্ছে শক্তি তাতে বৃদ্ধি পাবে
বাড়বে শত দম্ভ।
এই সমাজে ঘৃণায় মরে গরিব-দুঃখী যারা,
কেউ থাকেনা তাদের পাশে
ঈশ্বর শক্তি ছাড়া।
Tags:
বাংলা কবিতা
