আমি শুধু তোর হতে চাই,
তোকে আমি আপন করে পেতে চাই,
নিবি আমাকে তোর ওই গুপ্ত হৃদয়ে,
জায়গা করে কাছে টেনে।।
তোর হয়ে থাকবো আমি,
যাবো না কোথাও তোকে ছেড়ে,
যখনই তুই ডাকবি কাছ
আসবো আমি দৌড় তোর টানে।।
এপারে থাকি বা ওপারে থাকি,
থাকবো সদা তোর সাথে,
তোকে কখনো আমি দেবো না ফাঁকি।।
তোর মনের ঘুড়ি হয়ে
উড়বো আমি বিশাল আকাশে,
আমার স্বপ্ন সত্যি করে,
ভালোবাসা দিয়ে নিয়ে যাস তোর ঘরে।।
Tags:
বাংলা কবিতা
