বিজয়িনী দ্রৌপদী মুর্মু : মিনতি সাগর মন্ডল


 

                      

আজ খুশিতে মন মেতেছে, 

নাচি ছন্দে, মনের আনন্দে ।

বিজয়ের গর্বে হৃদয় ভরে, 

চোখের কোণে আনন্দের অশ্রু ঝরে ।


জাতের মুখে লাঠি মেরে, 

বজ্জাতিদের দিয়েছে টনক নেড়ে। 

অবহেলিত বলে করেছিল যারা, 

নর-নারীকে সমাজচ্যুত, সর্বহারা।


বিষয়-সম্পদ, মানসম্মান নিয়ে কেড়ে, 

হারায়ে প্রভুত্বের কামনা, লালসার ভিড়ে। 

ভেদা-ভেদের মলিনতা মুছে, 

লাঞ্ছনা, অবহেলা ফেলে পিছে।


"নিচু, নিচু" বলে নিচে দেয় ঠেলে, 

আজ জ্ঞানের আলো জ্বেলে- 

শিক্ষাকে ধরেছে তুলে হাজার হাতে ছুঁয়ে, 

দুঃখ- কষ্টের প্রদীপ নিভে, সূর্যের ধারার ঝলক ঝরে বয়ে। 


দেশ ও দশের দায়িত্ব নিয়েছে কাঁধে তুলে, 

একলা এক কালো মেয়ে। 

শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে ,

নাও বরণ করে, মিথ্যে অবহেলা ফেলে। 


হাজার দ্রৌপদী কাঁদে হাতজোড় করে, 

অনুনয় বিনয় ধৃতরাষ্ট্র, ভীস্মদেবের বিচারে। 

কেউ দেখে না ফিরে, আগে যাওয়ার লড়াইয়ে, 

নকল সম্পদের আঁধারে, পিছিয়ে পড়ার ভয়ে।


"ভরেছে পাপের ঘড়া," মানুষের ভার হাতে নিয়ে, 

দ্রৌপদী মুর্মু নামে এক কালো মেয়ে- 

জয় জয়কার তাঁর বিশ্বজুড়ে, 

জন্ম যাঁর "নিচু"নয়, উঁচু মনের স্বর্গ দ্বারে।

Post a Comment

Previous Post Next Post