বিজ্ঞাপনের ফাঁকে অনেক চেনা নাম,
এক নিমিষে ঘনায় সন্ধ্যা।
অলীক ছেলে কোলে হঠাৎ দাঁড়ায়
লক্ষ্মীমনা কোনো সুন্দরী বন্ধ্যা।
নাম চেহারার অনেক মিলেও, দেখি...
পাতায় রোগ পোকাদের গরমিল।
দীর্ঘ ছায়ার আহ্বানে দাঁড়িয়ে থেকেও...
হারিয়ে ফেলি শুধুই অন্তমিল।
Tags:
বাংলা কবিতা
