আমি দিন মজুরের মেয়ে : দুর্গা শংকর দাশ


 

আমি দিনমজুরের মেয়ে,

নামটি মিনা সরেন।

হ্যাঁ, আমার বাবা ,

ইঁট ভাটাতে রোজ ই কাজ করেন।

মজুর খাটা অনেক ভালো,

ভালো সবার চেয়ে।

বাবা বলেন ,কাজে তে চল-

আমার সোনা মেয়ে।

কিন্তু যেদিন মাধ্যমিকে,

প্রথম হলাম আমি।

বাবা সেদিন বুঝেছিলেন,

শিক্ষা কেমন দামি।

বাড়ি বয়ে এলেন সেদিন,

মাস্টার মশাই যত।

আধিকারিক এলেন বাড়ি,

মিডিয়া এলেন কত।

দিলেন অনেক প্রতিশ্রুতি,

দামি উপহার।

পড়ার খরচ হাতে দিলেন,

সাহায্য অপার।

সবার আশীষ মাথায় নিয়ে,

আজকে আমি জয়ী।

সেবার মন্ত্রে নিবেদিত,

যদি ও রাষ্ট্র নায়ক নই।।

Post a Comment

Previous Post Next Post