সাধের মোড়ক উন্মচন হবে
উন্মচন করবে হুঁষি মানুষ।
গা ভাসাবে স্রোতে বিরত্বের জয়গানে,
পূর্ণিমার পূন্য স্নানে পুনঃরায় আসন লবে।
বিমুঢ়তায় দেখছি সভ্যতার গোলকধাঁধা;
দুঃখটা আজও থেকে যায় নিরন্তর-
যদি মাধবি লতার আকর্ষ থাকত
ভুবন সুন্দরে নিজ বিচরণে শ্রীবৃদ্ধি আনত।
বড় অসহায়তা করুন বিদারক সেজে
নির্মম সত্য বুকের নিয়ে নিত্য দ্বার রক্ষি সেজে
গন্ধটুকু বিলিয়ে যায় পরম আত্মীয় নিসর্গের কাছে।
নিজস্ব রঙ 'সবুজ' অবুজ মহানুভব ব্যক্তিদের বিলিয়ে দিয়ে হা'পিত্তিশ করে মৃত্যুর বালিশে।
বেলা শেষের গোধূলি কমলাটা সন্ন্যাসী ত্যাগ করে তের বছরের নাবালিকার সঙ্গে শ্বেত শুভ্র বিছানায় সোহাগি সহবস্থানে।
শুভ্রতায় এই পঁচাত্তরে অনেক দাগ রেখে গেল,
শুধু আঁশটে গন্ধ;ঋতুমতির খুচরো কাপড়ে পরিগণিত আজ আমি অপ্রশস্ত!
@sp
14-08-22
Tags:
বাংলা কবিতা
