যতোক্ষণ তুমি না ওঠো
আমার সকাল হয়না ।
আমার অন্ধকার মুক্ত করা
সকালের সূর্যোদয়।
যতোই পাখিদের কণ্ঠে
প্রভাত --সঙ্গীতে মুখর হোক
তুমি না জাগলে আঁধার কাটেনা।
যতোক্ষণ না চায়ের পেয়ালা হাতে
আমার মুখোমুখি না বোসো
চায়ের চুমুক দিতে দিতে
যে উষ্ণতা আমার শীতলতা চূর্ণ করে
রাত্রির পর্দা সরতে থাকে ক্রমশ
তখন সকাল আসে গুটি গুটি পায়ে।
ততক্ষণে পাখিরা ফিরে গেছে
দিবসের বার্তা দিয়ে।
ফুলেদের সোহাগ নিয়ে ফিরেছে ভ্রমর
ঘাটের তরী ভেসেছে দূরে ।
আমার সকাল আসে তোমার পিছু পিছু
শাড়ীর উড়ন্ত আঁচল ধরে।
Tags:
বাংলা কবিতা
