বিদায় বেলায় : শ্রাবণী কোল্যা


 

যাকে তুমি আঁকড়ে বাঁচতে চেয়েছিলে,

যাকে নিয়ে সংসার সাজাবার স্বপ্নে বিভোর, 

যাকে তুমি জীবনের পুতুল খেলার

 জীবনসঙ্গী বলে ধরে নিয়েছিলে, 

সে আর তোমার পুতুল খেলার সাথী নয়। 


যাকে তুমি তোমার স্বপ্ন টা দিয়ে দিয়েছিলে, 

যাকে তুমি সমস্তটা দিয়ে আপন করেছিলে, 

যাকে তুমি নিজের স্বপ্ন গুলোকে গলা টিপে 

হত্যা করার সুযোগ করে দিয়েছিলে, 

সে তোমার যাবার অপেক্ষায় 

অন্য কারো পথপানে চেয়ে। 


যাকে তুমি ছেড়ে এসেছিলে একলা করে, 

যাকে তুমি অপেক্ষা করে দিন গুনেছ, 

যাকে তুমি ভেবেছ দিবারাত্র, 

সে তোমাকে মন খারাপের মেঘলা দুপুরে

একলা করে অন্য কারোর খেলার সাথী। 


যাকে তুমি ফেলে এসেছিলে, 

যাকে তুমি বিশ্বাসের মর্যাদার আসনেঅধিষ্ঠিত দেবতা রূপে স্থান দিয়েছিলে মনমন্দিরে, 

যাকে তুমি দিশেহারা করবার জন্য 

নিজেকে একটু একটু করে এগিয়ে দিয়েছিলে, 

সে তার জীবনের দিশা খুঁজে নিয়েছে

 তোমারই যাওয়া কণ্টকাকীর্ণ পথে। 


যাকে তুমি বানিয়েছিলে নিজের রাজ্যের রাজা, 

যাকে তুমি নিজের হাসি দিয়ে কান্না নিয়েছ, 

যাকে তুমি মুঠো ভরা রোদ্দুর দিয়েছিলে, 

যাকে তুমি আস্থার সিংহাসনে বসিয়েছিলে, 

সে তোমাকে অবহেলার সিংহাসনে বসিয়ে

আবর্জনার মত ছুঁড়ে ফেলে দিয়েছে। 

সে তোমাকে বৃষ্টির সমুদ্রে ভাসিয়ে দিয়ে

চলে গেছে আলোকবর্ষের চেয়েও, 

বহু লক্ষ যোজন দূরে। 


 

আজ তার মনের জানালা জুড়ে

শুধু আলোর রোশনাই, 

আজ তার মনের বারান্দায় 

 আনন্দের বৃষ্টিতে মাখামাখি,

 রোদ্দুরের খুনশুটি। 

তার মনের প্রাচীর সবুজে সবুজ।

Post a Comment

Previous Post Next Post