প্রেম যেন ঘৃণার চোখে
মানুষ তো বোঝে না
আকুল হয়ে কাঁদে প্রেম
তারে কেউ খোঁজে না !!
প্রেম বাসনা প্রেম কামনা
প্রেম ছায়া প্রেম মায়া
নিজেকে জ্বালায়ে শুধু করে তারই কামনা
শুধু কেঁদে কেঁদে মন বলে
সে কেন ??আমার হলোনা !!
Tags:
বাংলা কবিতা
প্রেম যেন ঘৃণার চোখে
মানুষ তো বোঝে না
আকুল হয়ে কাঁদে প্রেম
তারে কেউ খোঁজে না !!
প্রেম বাসনা প্রেম কামনা
প্রেম ছায়া প্রেম মায়া
নিজেকে জ্বালায়ে শুধু করে তারই কামনা
শুধু কেঁদে কেঁদে মন বলে
সে কেন ??আমার হলোনা !!