আমি এগিয়ে যাই
অন্তর্জাল আমাকে----
জীবনের দিকে এগিয়ে নিয়ে যায়
আমিও এগিয়ে যাই।
আবার, সমকাল থেকে মহাকালের দিকে তবু, অন্তহীন সময়ের শরীরীরূপ আমাকে এগিয়ে দেয়, আমি এগিয়ে যাই -
সাগর থেকে উঠে আসা লাল সূর্যের সৃষ্টিতত্ত্ব আমাকে এগিয়ে দেয় নন্দনতত্ত্বের জগতে। আমিও এগিয়ে যাই -
জীবনের ইশারা ব্যঞ্জনায় রূপ নিয়ে আসে পঞ্চরসের প্রেম কথা আর রাম-লীলা' র রামকথা শুনে আমি এগিয়ে যাই ----
Tags:
বাংলা কবিতা
