অবক্ষয় : বুবুল শর্মা


 

জীবনহারা অচল অসার 

জীর্ণ লোকাচারের নিগড়ে 


পুরাতন বাক্সটার অস্তিত্ব নিয়ে তোমার কোন আক্রোশ ছিল না

অন্দর সজ্জার চাকচিক্য হয়তবা তোমাকে

ভাবনার মধ্যে রাখত ।

নির্বাসিতের অথবা প্রজন্মের প্রচলিত হাতিয়ার 

নির্বাণ লাভের আশায়

প্রান্তরের সোনালী বারান্দায় বাসা বেঁধেছিল।


সাত বচনে বেঁধে দুটি পুতুলের বিয়ে হয়ে গেল 

বৃষ্টির ইন্দ্রজাল কিংবা

উর্বরতা শক্তির অর্চনায় যৌনতার আগমন।

কোন মন্ত্রবলে তুমি

অদৃশ্য শক্তির কাছে প্রারম্ভ রেখা তৈরি করলে।

যুক্ততার শক্তিবিবর্ধক মন্ত্রে  

বক্ষপিঞ্জরে অবস্থান করে মায়াবী ইন্দ্রজাল।


ললাট লিখনে ষোড়শ শতকের সৃষ্টিকাল

ইতিহাসের এক অন্ধকারময় যুগ।

উদ্দীপ্ত কন্ঠে নিষ্ঠাবাদের সুস্পষ্ট দর্শন এবং

পঙ্ককুণ্ডে ছিল তার অবস্থান ।

তুমি ইতিহাস জানো, অবক্ষয়ের লক্ষণ -

আত্মবিস্মৃতির চিহ্ন ।

যুক্তিবাদের প্রত্যয়ভূমিতে ক্ষমতা হারিয়ে যায় 


আনীত ভাবধারা আর-

হরিস্মরণের প্রতিশ্রুতি ।

Post a Comment

Previous Post Next Post