ধনী, গরিবের ক্ষুধা : প্রদীপ হালদার


 


পেট জ্বলে ক্ষুধার জ্বালায় সইতে নাহি পারি 

খাবার যদি না দিস মা করব আমি আড়ি।


এক মুঠো ভাতের জন্য মায়ের পিছু ঘুড়ি 

বাবা যখন চাল আনবে চুলায় উঠবে হাড়ি।


গরীবের পেটের ক্ষুধা মিটে খাবার খেলে

কোটিপতির ক্ষুধা মিটেনা দুনিয়ার সব গিলে।


গরিব শুধু খাবার পেলে বেজে উঠে স্বর্গের সুর

আনন্দে ভরিয়া ওঠে মনের যত ময়ুর।


বড় লোকের পেট ভরেনা কোটি টাকা হলে 

গরিব মরে ভাতের জন্য ক্ষুধায় পেট জ্বলে।


কোটিপতির টাকার পাহাড় আছে বাড়ি গাড়ি 

আছে কত ফ্লাট বাড়ি থাকে শত নারী।


যার যত ধন আছে সে চায় আরো 

টাকা কড়ি লুটেপুটে খায় ধার ধারেনা কারো।


কেউবা লুটে টাকা কড়ি কেউবা ঘুষ খেয়ে 

ওদের তবুও পেট ভরেনা কোটিপতি হয়ে।


গরিব মানুষ ভাতের জন্য করছে আহাজারি 

কোটিপতির ক্ষুধা যত কিনে গাড়ি বাড়ি।


জগৎ জুড়ে থাকতো যদি ধনী গরিবের সাম‍্য

পৃথিবী আরো সুন্দর হতো থাকতো না কোনো বৈষম্য।

                     -: সমাপ্ত :-

Post a Comment

Previous Post Next Post