নিশ্বাসে আছে বিষ : সুশান্ত মন্ডল


 


নিশ্বাসের নাকি বিশ্বাস নেই 

নিশ্বাসে আছে বিষ,

কেউ মুখেতে আমিষ তোলে

কেউ তোলে নিরামিষ। 


কারো চোখে যা ভালো লাগে

খেয়ে যায় আবিরাম,

কেউ কেউ মুখ ভর্তি করে

খেয়ে চলে শুধু পান।


কেউবা চাইনিজ কাটা চামচে 

সাজানো কাচের প্লেটে, 

কেউবা পেটের খিদের জ্বালায় 

ধুকছে বাড়ির গেটে।


কেউ বা মুখে সিগারেট গুজে

দিতে থাকে সুখ টান, 

কেউ কোলকেতে তামাক সেজে

ঠোঁটে দিয়ে মহাটান।


পেটের খিদে,নেশা আর পেশা

বিশ্বাসের জোরে চলে,

তবু্ও নিশ্বাসেতে বিশ্বাস নেই

এই নিয়মিত বলে।

Post a Comment

Previous Post Next Post