শব্দ ভেদী বাক্যবাণে বিদ্ধ হচ্ছে বুক
এটাই যেনো মোদের গর্ব,বাংলা মায়ের সুখ,
ছন্দ লয়ে বেশ জমেছে রাজায় রাজায় যুদ্ধ
আমরা সবাই হাসছি বলে,রাজারা সব ক্রুদ্ধ।
অসির চেও মসি হল, ভীষণ তীক্ষ্ণ ফলা
গাছের উপর বাঁদর বসে,মোদের দেখায় কলা।
হাসতে হাসতে চড়বো কাঁধে,সাথ দেবেকি মোদের?
সত্যি বলছি যুদ্ধ চলুক, উদয় হোক বোধের।
অন্ধ বিচার কাঁদছে দেখো বৃদ্ধা মায়ের চোখে
হাজার কেঁদেও বিচার পায়না পাষাণ চাপা বুকে।
টাকার উপর টাকা রেখে ঘুমায় কিছু মানুষ
হরির লুটের বাতাসাতে মানুষ ওড়ায় ফানুস।
সবকিছুতেই চলছে দেখি অনিয়মের পালা
বললেও কিছু শুনতে পায়না,মনে হয় কানে কালা।
মায়ামমতা গেছে চলে মোদের হৃদয় থেকে
নিষ্ঠুরতা গেছে বেড়ে,মুখোস আটা মুখে।
এইতো জীবন এইতো মরণ, আর কিইবা আছে
মরার আগে টাকা ছেড়ে প্রিয়জনকে টেনে নাও কাছে।
Tags:
বাংলা কবিতা
