আয়না দেখে বায়না ধরে
ময়নামতি আজ
হীরা মতির গয়না চাই
সাজবে বৌয়ের সাজ।
লাল শাড়ি উড়না লাল
রঙিন টিপের পাতা
কানের দুল,নাকের ফুল
হলদে রাঙ্গা ফিতা।
আলতা কাজল কুমকুম চাই
নূপুর রাঙা পায়
শ্যাম্পু সাবান এসেন্স চাই
হলুদ মাখবে গায়।
ঘোড়া চড়ে বর আসবে
হাতে তরবারি
পালকি করে ময়নামতি
যাবে শ্বশুর বাড়ি।
Tags:
বাংলা কবিতা
