উন্মুক্ত : মৃন্ময় জোয়ারদার


ব্যক্ত মনের অব্যক্ত কথন 

বলতে পারে কি মন ?

নীরবে সেথায় অঝোরে ঝরে 

অভিমানী বর্ষণ!!

যার তরে দ্রোহ তার,

যার তরে স্নেহ,

ভালোবাসা যায় তরে 

বুঝতে না পারে কেহ!!

সত্য তারেই মানে মন

ছলকে যতই দুনয়ন,

মেঘলা অম্বর তলে 

বৃক্ষ যেমন উঠে দোলে 

বিহ্বল,ক্ষণে ক্ষণে,,,,

অন্তর জুড়ে তেমনি ওঠে 

 অধিরতার উন্মুক্ত আবাহন!!

Post a Comment

Previous Post Next Post