কখনো কখনো মানুষের জীবনে কালো গ্ৰহের ছায়া পড়ে,
এরা জানতে বা অজান্তেই অন্যের সুখের ঘরে হানা দেয়,
অযাচিত ভাবে ঢুকে পড়তে চায় সিঁধেল চোরের মতো,
অনবরত প্রলুব্ধ করতে থাকে সহযোগিতা করবার অছিলায়,
এই গ্ৰহের উপদ্রব চলতে থাকে নাছোড়বান্দার মতোই,
দুষ্ট গ্ৰহ অবিরাম টোপ দেয় বশীভূত করবার অভীষ্ট লক্ষ্যে,
প্রশান্তিতে ভরা যৌবন হয়ে যায় বিষময় গ্ৰহের প্রভাবে,
গ্ৰহের ছায়ার প্রভাবে কাছের মানুষ যেন বহু দূরের মনে হয়,
মনের মধ্যে আলোড়ন হয় যেন কাছে আছে তবুও কাছে নেই,
প্রাণ থেকেও যেন নিষ্প্রাণ বস্তুর মতো দৃশ্যমান হয়,
হৃদয় থেকেও মাঝে মাঝে হৃদয়হীন জড়বস্তু রূপে প্রতীয়মান হয়,
চোখের দৃষ্টিতে যেন ধারালো বর্ষার ফলা নিক্ষিপ্ত হয়,
কাছের মানুষও যেন চুড়ান্ত ঘৃণার পাত্রে পর্যবসিত হয়,
হিতাহিত জ্ঞান হারিয়ে কোন দিশেহারা লক্ষ্যে ছোটে উন্মাদ হয়ে ,
তুলনা চলতে থাকে পার্থিব অপার্থিব সুখের পাল্লা ভারী কোথায়,
কোথায় গেলে মানসিক তৃপ্তির চুড়ান্ত সীমান্তে যাওয়া যায়,
সোনা রূপা হীরার মতো মূল্যবান বস্তুও মূল্যহীন মনে হয়,
কোন অপ্রাপ্তির সর্বগ্ৰাসী ক্ষুধা ধাওয়া করে সর্বনাশা দিশায়?
মনের চালককে চাবুক না বসালে নিয়ন্ত্রনহীন তো হবেই,
মনের অসুরকে কুঠারাঘাত করলেই কালো ছায়া হটবে একদিন।
