আবার আমি আসবো ফিরে
আবার হবে দেখা,
মনের দরজা থাকবে খোলা
হয়তো শূন্য ফাঁকা।
আঁধার ঘরে বসত করি
সূর্য যে আর উঠবে না,
আসবে না সেই বসন্তদিন
ফুলগুলি আর ফুটবে না।
ডাকবে না আর ভোরের কোকিল
মিষ্টি সুরে গাইবে না,
ভাসবে না আর মেঘের রাশি
শীতল বাতাস বইবে না।
জীবন নদীতে ভাসায়ে তরি
হাল ধরে কেউ বাইবে না,
পাল তুলে দিয়ে যাবো উজানে
মরা গাঙ্গে স্রোত বইবে না।
সুনীল আকাশে মেঘ ভরেছে
চাঁদ তারা সব ঢাকা,
আবার আমি আসবো ফিরে
আবার হবে দেখা।
Tags:
বাংলা কবিতা
