দূর : অর্পিতা কুন্ডু

 


সদ‍্য স্নানের জল চিবুক ছুঁয়েছে...

চুঁয়ে পড়ে একাকিত্বের মতো...

মেঘ এখন বৃষ্টি হয়ে পৃথিবীর বুকে

কত্থক করে...।


আমি বিরহিনী আজীবন...

তোমার শরীরী প্রেমের আহ্বানে

বাড়িয়েছি যোজন যোজন দূরত্ব

যেখানে ভালোবাসা কিংবা অনুভূতি

হাস‍্যকর শব্দ...


তোমার চোখে তখন অযোগ‍‍্য কৌতুক

ঠোঁটে নির্মম হাসি...মুখে তীক্ষ্ম বিদ্রূপ 

ওপরের চাকচিক‍্য আর বিলাসিতার অহংকারে

তুমি হারিয়ে ফেলেছো নিজেকে।


আমি তো এখন..নদী


আজ আকাশ জুড়ে বৃষ্টি নেমেছে

আমি ভিজছি... ভিজছি...আমার 

চোখ নাক মুখ চিবুক ভিজিয়ে

সেই জল..নামছে ক্রমশ....


তবু কিছুতেই মানতে পারছি না...আজ।

এই ধারাপাতে শুধু ছন্দহীনতা....

প্রতিদিনের সরে যাওয়া....তোমার থেকে।

Post a Comment

Previous Post Next Post